শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

 শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

সেকেলে পাঠ্যক্রম-আধুনিক ল্যাবের অভাবে পিছিয়ে পড়ছে তরুণ বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সেকেলে পাঠ্যক্রম-আধুনিক ল্যাবের অভাবে পিছিয়ে পড়ছে তরুণ বিজ্ঞানীরা

বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরা বিশ্বমানের প্রতিভা ও গবেষণামূলক ধারণা নিয়ে এগিয়ে আসলেও অবকাঠামো ও নীতিগত সীমাবদ্ধতার কারণে তারা পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারছেন না। রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
‘স্বাস্থ্য ও কৃষিতে জৈবপ্রযুক্তি’ বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, সেকেলে পাঠ্যক্রম, উন্নত গবেষণাগার ব্যবহারের সীমিত সুযোগ, বায়োইনফরমেটিকস, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ঘাটতির কারণে তরুণ বিজ্ঞানীরা নিজেদের মেধা প্রমাণের সুযোগ হারাচ্ছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন—“আমরা যদি একটি ‘ডিপ-টেক’ জাতি হতে চাই, তবে মানবসম্পদ ও অবকাঠামো উভয় ক্ষেত্রেই বিনিয়োগ জরুরি।”
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ কেবল উন্নয়ন-সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখিই নয়, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ অবক্ষয়ের কারণে অস্তিত্বের হুমকিতেও রয়েছে। এ সংকট স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও টেকসই ভবিষ্যতের জন্য বড় হুমকি তৈরি করছে। তবে একই সঙ্গে এ চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করে জৈবপ্রযুক্তিকে কাজে লাগানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তার মতে, নীতি সামঞ্জস্য ও সমন্বয়ের অভাবই এখন সবচেয়ে বড় বাধা। মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলো আলাদাভাবে কাজ করছে, যার ফলে বৈজ্ঞানিক সাফল্য বাস্তব সমাধানে রূপ পাচ্ছে না। এছাড়া অর্থায়ন ও বাণিজ্যিকীকরণ সীমিত হওয়ায় গবেষকদের উদ্ভাবনী ধারণা ল্যাব থেকে বাজারে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।
আবরার বলেন, বায়োটেক-নির্দিষ্ট অবকাঠামো, উদ্ভাবন কেন্দ্র ও সহজ নিয়ন্ত্রক কাঠামোর অভাবের কারণে উদ্ভাবন মাঝপথেই থেমে যাওয়ার ঝুঁকি থেকে যায়। এ জন্য জৈবপ্রযুক্তি শিক্ষায় ও প্রশিক্ষণে নতুন করে বিনিয়োগ অপরিহার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, জিএনওবিবির সভাপতি অধ্যাপক জেবা ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবিদুর রহমান এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল মিন্টুও বক্তব্য দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন