শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

কুষ্টিয়ায় সাত হত্যা : ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

কুষ্টিয়ায় সাত হত্যা : ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

ফাইল ছবি

কুষ্টিয়ায় জুলাই আন্দোলনের সময় সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ এ প্রতিবেদন দাখিল করা হয়।

প্রসিকিউশনের কৌঁসুলি গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, “হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট আটটি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন মনে করছে, এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।”

তিনি আরও জানান, অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ওইদিন ইনুকে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় জুলাই আন্দোলনের সময় সাতজনকে হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন