শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

সাবেক এমপি মুক্তি ও মোজাম্মেল ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৪:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সাবেক এমপি মুক্তি ও মোজাম্মেল ৬ দিনের রিমান্ডে

কবিরুল হক মুক্তি

রাজধানীল গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কবিরুল হক মুক্তি ও আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য মোজাম্মেল হককে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। 

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনের একটি গাড়ি বিক্রয়কেন্দ্র থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান দেন এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মোবাইল ফোন বিশ্লেষণে দেখা যায়, আসামিরা ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মোজাম্মেল হক বিভিন্ন অনলাইন গ্রুপে সক্রিয় ছিলেন—যেমন- ‘ধানমণ্ডি থ্রিএ’, ‘ইউকে আওয়ামী লীগ’, ‘অল গ্রুপ অ্যাডমিন’, ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’, ‘শেখ হাসিনা সাইবার ফোর্স’ ইত্যাদি। এসব প্ল্যাটফর্মে তিনি রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক কার্যক্রম চালাতেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। 

কবিরুল হক মুক্তির পক্ষে আইনজীবী জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে। মোজাম্মেল হকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় মুক্তির বিরুদ্ধে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। তিনি ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন