শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী।
এর আগে জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

আইনজীবী জানান, আগে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা অন্তর্ভুক্ত ছিল। নতুন সীমানা অনুযায়ী হোমনা উপজেলা যুক্ত হয়েছে, আর মেঘনা স্থানান্তরিত হয়েছে কুমিল্লা-১ আসনে। ফলে কুমিল্লা-২ আসন এখন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে।

এদিকে, আসন পুনর্বিন্যাসে ক্ষুব্ধ হয়ে হোমনা-মেঘনা এলাকার সাধারণ মানুষ সম্প্রতি সড়কে নেমে বিক্ষোভ করেছে এবং পূর্বের আসন ব্যবস্থা পুনর্বহালের দাবি তুলেছে।

হাইকোর্টের এই রুলের পর কমিশনের পক্ষ থেকে এখন আইনি যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী বৈধ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন