আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
শেখ হাসিনার সঙ্গে তাপস-ইনু-কামালের ফোনালাপ ট্রাইব্যুনালে শোনানো হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা আদালতে নতুন তথ্য উপস্থাপন করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ চলাকালে তিনি হাসিনার জব্দ করা কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনান। এ সময় আদালতের কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল।
কোন কোন ফোনালাপ বাজানো হলো
ফোনালাপগুলোর মধ্যে রয়েছে—শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং তার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি কথা,
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে দুটি আলাপ,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে একটি আলাপ।
এসব আলাপে মূলত জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনার নির্দেশনা ও পদক্ষেপের বিষয়গুলো উঠে আসে।
আসামিদের তালিকা ও মামলার অগ্রগতি
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপ-পরিচালক মো. জানে আলম খান। পরে উপ-পরিচালক মো. আলমগীর (পিপিএম) তদন্তের দায়িত্ব নেন এবং তানভীর হাসান জোহা সহযোগিতা করেন।
১২ মে দাখিল করা তদন্ত প্রতিবেদনের পর ৩১ মে সম্পূরক অভিযোগ আনা হয় এবং ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল গত ১০ জুলাই। একইসঙ্গে সাবেক আইজিপি মামুনের ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হওয়ার আবেদনও মঞ্জুর হয়।