শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে

ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৩:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ইন্টারপোল রেড নোটিশ জারির নির্দেশ

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক তাহসিন মুনাবিল হক আবেদন দাখিল করেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসামিরা এএম ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান সৃষ্টি করে জাল নথি ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণের নামে ১০৪ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন। পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম দুর্নীতির মাধ্যমে এই অর্থ এস আলম সুপার ইডিবল ওয়েলের স্বার্থে রূপান্তর ও স্থানান্তর করেছেন, যার পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা।
এই মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর আওতায় করা হয়েছে।
তদন্ত চলাকালে তাদের গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় দুদক জানিয়েছে, বর্তমানে তারা বিদেশে পলাতক। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করা হয়।
এ ঘটনায় এর আগে আদালত এস আলম গ্রুপ ও চেয়ারম্যান সাইফুল আলমের বিপুল সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন।

  • ৯ জুলাই: ৫৩ ব্যাংকের ১১৩ কোটি টাকার হিসাব অবরুদ্ধ।
  • ২৪ জুন: সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে বাড়ি ও বিদেশি বিনিয়োগ জব্দ।
  • ২৩ এপ্রিল: ১৫৯ একর জমি (মূল্য ৪০৭ কোটি টাকা) জব্দ।
  • ১৭ এপ্রিল: ১,৩৬০ ব্যাংক হিসাব অবরুদ্ধ (২,৬১৯ কোটি টাকা)।
  • ৯ এপ্রিল: ৯০ বিঘা জমি জব্দ এবং ঘনিষ্ঠজনদের নামে ৩৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ।
  • ২৩ ফেব্রুয়ারি: ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ।

৭ অক্টোবর: এস আলম ও পরিবারের ১২ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা।
এসবের মধ্য দিয়ে এস আলম গ্রুপ ও এর চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিং ও জালিয়াতির অভিযোগ নতুন মাত্রা পেয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন