শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান

 অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গা গ্রেফতার

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

 অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার হিঙ্গা রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক ‘সি’, সাব-ব্লক ‘এইচ/৪১’ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের নাম আনোয়ার সাদেক (২০)। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি ওয়ান শুটারগান, ৭ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ এবং ৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) আবুল কালাম আজাদ। এ বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এপিবিএন সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এসব দমন ও ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন