বিচকর্মীর সাহসে রক্ষা পেলেন পাঁচ তরুণ পর্যটক
শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের ইনানী সৈকতে প্রাণঘাতী স্রোতের টানে ভেসে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন লক্ষ্মীপুর থেকে আগত পাঁচ তরুণ পর্যটক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সমুদ্রস্নানের সময় এ দুর্ঘটনা ঘটলেও বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিনের দ্রুত ও সাহসী পদক্ষেপে তাদের জীবন রক্ষা পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাঁচ পর্যটক সৈকতের ঝুঁকিপূর্ণ অংশে নামেন। অল্প সময়ের মধ্যেই প্রবল স্রোতে তারা গভীর সমুদ্রে ভেসে যান। এ সময় দায়িত্বরত বিচকর্মী বেলাল উদ্দিন নৌকা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একে একে পাঁচজনকেই টেনে তীরে ফিরিয়ে আনেন।
উদ্ধার হওয়া পর্যটকরা হলেন—লক্ষ্মীপুর সদরের মিজান (১৮), হাসান (১৭), সোহান (১৮), আরমান (২০) ও রবিউল (১৯)। এর মধ্যে মিজান ও সোহান লবণপানি গিলে ফেলায় অসুস্থ হয়ে পড়েন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার শহরে ফিরিয়ে আনা হয়।
বিচকর্মী বেলাল উদ্দিন বলেন,“বালিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ দেখি পাঁচজন স্রোতের মধ্যে আটকে পড়েছে। সময় নষ্ট না করে নৌকা নিয়ে ছুটে যাই। স্রোত প্রবল ছিল, তবে আল্লাহর রহমতে সবাইকে উদ্ধার করতে পেরেছি।”
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন,“বিচকর্মীর তাৎক্ষণিক পদক্ষেপে পর্যটকদের নিরাপদে উদ্ধার করতে পারায় আমরা স্বস্তি প্রকাশ করছি। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সৈকতের নিরাপত্তা আরও জোরদার করা হবে।”
সি-সেফ লাইফগার্ড সূত্রে জানা গেছে, চলতি বছরে (২০২৫) কক্সবাজার উপকূলে স্রোতের টানে ভেসে অন্তত ১৪ জন পর্যটকের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অসচেতনতা এবং নির্ধারিত সীমার বাইরে সাঁতার কাটার প্রবণতাই এসব প্রাণঘাতী দুর্ঘটনার প্রধান কারণ।
পর্যটকদের সতর্ক করে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থা আবারও জানিয়ে দিয়েছে—সমুদ্রস্নানের সময় অবশ্যই নির্ধারিত সীমানা ও নির্দেশনা মেনে চলতে হবে।