শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

চাঁদপুরে ২২৪ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আমেজ, কঠোর নিরাপত্তায় উৎসবের প্রস্তুতি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

চাঁদপুরে ২২৪ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আমেজ, কঠোর নিরাপত্তায় উৎসবের প্রস্তুতি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে চাঁদপুর জেলার প্রতিটি মণ্ডপে চলছে সাজসজ্জা, আলোয় ঝলমলে পরিবেশ তৈরির শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। পূজারিদের কণ্ঠে বেজে উঠছে ভক্তিমূলক সুর, আর প্রতিমাশিল্পীদের দক্ষ হাতে প্রতিমায় ফুটে উঠছে সৃজনশৈলী ও ঐতিহ্যের মেলবন্ধন।
চাঁদপুরে প্রতিটি মণ্ডপে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা। অভিজিৎ নামের এক সনাতন ধর্মাবলম্বী জানান, “দুর্গোৎসব অন্য সব উৎসবের চেয়ে আলাদা। আমাদের প্রতিমা ও সাজসজ্জার কাজ প্রায় শেষ, এখন শুধু আনন্দের পালা।”
ফরিদপুর জেলার প্রতিমাশিল্পী গোবিন্দ পাল বলেন, দুর্গাপূজা এলে কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তবে প্রতিমা তৈরির পেশায় আগ্রহ কমে যাওয়ায় এখন দুই-তিনজন মিলে একাধিক মণ্ডপের দায়িত্ব সামলাতে হচ্ছে। তিনি বলেন, “দিন-রাত এক করে কাজ করছি, যাতে সময়মতো প্রতিমা হস্তান্তর করা যায়।”
এবার চাঁদপুরে মোট ২২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, সার্বিক নিরাপত্তার জন্য প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক নেতৃবৃন্দ সহযোগিতা করলেও, নিজেদের কমিটির স্বেচ্ছাসেবকরাও মাঠে থাকবে।

র‍্যাব-১১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুত। কোনো ধরনের নাশকতা, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। পোশাক ও সিভিল উভয় ধরনের সদস্য মাঠে কাজ করবে।”
চাঁদপুরের প্রতিটি মণ্ডপে এখন আলো ঝলমলে সাজসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত আর প্রতিমার রঙে রঙিন হয়ে উঠছে চারপাশ। পূজার এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক মিলনমেলারও প্রতীক। সবার অংশগ্রহণে এ উৎসব চাঁদপুর জুড়ে আনন্দ ও সৌহার্দ্যের আবহ তৈরি করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন