জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না : গোলাম পরওয়ারের ঘোষণা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

খুলনার ডুমুরিয়ায় ছাত্র-যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের দল ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার থাকবে না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন, তরুণদের প্রথম ভোট পড়বে ‘দাঁড়িপাল্লায়’।
গোলাম পরওয়ার বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি বা অন্য কোনো সুবিধা নেবে না। পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক।” তিনি আরও ঘোষণা দেন, কর্মসংস্থানের সুব্যবস্থা গড়ে তুলে দেশে কোনো তরুণকে বেকার থাকতে দেবে না জামায়াত। একইসঙ্গে স্থানীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন, একটি মিনি স্টেডিয়াম নির্মাণসহ বেশ কিছু প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার আশ্বাসও দেন জামায়াত নেতা।
এসময় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ করেন, আগের সরকারগুলো বারবার দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’ হয়েছে। তিনি বলেন, “বালু চুরি, পাথর চুরি, দুর্নীতি—সবই করছে তারা। অথচ সংস্কারের প্রশ্নে একটি দল বাদে সবাই একমত হলেও, তারা ভাবছে ক্ষমতায় গেলে তবেই না সংস্কার করবে!”
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মিছিল নিয়ে স্বাধীনতা চত্বরে আসেন জামায়াতের নেতাকর্মীরা। তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।