শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৯:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি পূজামণ্ডপগুলোতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল পর্ব শুরু হবে। এ উপলক্ষে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ব্যক্তিগত পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। আন্তর্জাতিক মহলেও এই সম্প্রীতি প্রশংসিত হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক হাইকমিশনার গ্রে উইল কুক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উইলিয়াম হানা বাংলাদেশের ধর্মীয় সহাবস্থানকে বিশ্বের জন্য অনন্য রোল মডেল হিসেবে উল্লেখ করেছিলেন।

তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে ধর্মীয় উৎসবগুলো সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয়, যা জাতি হিসেবে বাংলাদেশকে উচ্চমাত্রায় নিয়ে গেছে। দুর্গোৎসব যেন সম্প্রীতি ও সহনশীলতার বন্ধনকে আরও সুদৃঢ় করে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।

বিবৃতিতে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, যাতে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে। পাশাপাশি দলের কর্মী ও শান্তিপ্রিয় জনগণকে সার্বিক সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ করেন।

শেষে তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার বন্ধন আরও মজবুত করুক। হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন