শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

আনিসুল ইসলাম মাহমুদ

দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ায়

প্রকাশ: ১৫:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫

দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ায়

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
যৌথ বিবৃতিতে তারা বলেন, দুর্গাপূজা এখন কেবল হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব সমাজে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করে।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, দুর্গোৎসবের মূল বাণী হলো অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনা। সত্য, ন্যায় ও শুভ শক্তির জয় হোক—এই মূলমন্ত্রে উৎসবের তাৎপর্য নিহিত। মানুষ এই উৎসবে একে অপরের পাশে দাঁড়ায়, আনন্দ ভাগাভাগি করে এবং সমাজে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।
তারা আরও বলেন, “দুর্গোৎসব আমাদের মনে করিয়ে দেয় অসত্য, অন্যায় ও অশুভ শক্তিকে পরাজিত করে সত্য, ন্যায় ও শুভ শক্তির প্রতিষ্ঠা করার অঙ্গীকার।”
জাতীয় পার্টির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।
 

আরও পড়ুন