শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৫

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, “জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতা নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, সবার নেতা তারেক রহমান। আমি আগেও বলেছি—কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তিনি দেশে ফিরবেন এবং শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে ২০০৭-০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে কারাগারে যান তারেক রহমান। পরে মুক্তি পেয়ে ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।

আওয়ামী লীগের শাসনামলে নানা মামলা ও বিচারের মুখোমুখি হলেও শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে সব মামলায় খালাস পান তিনি। তবে এখনো তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানাতে পারছেন না বিএনপি নেতারা।

আওয়ামী লীগের সমালোচনা

এসময় নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিবসহ নেতাদের হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের সমালোচনা করেন জাহিদ হোসেন।

তিনি বলেন, “এই দলের ইতিহাস জনগণের বিরুদ্ধে। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। দেশটাকে পৈত্রিক সম্পত্তি ভেবে শাসন করে। তবে জনগণ জানে কিভাবে তাদের প্রতিহত করতে হয়।”

তিনি আরও বলেন, “৮৬ সালে যেমন স্বৈরাচারের দোসরদের দেখেছেন, এখনও তা দেখছেন। কাজেই সবাইকে সজাগ থাকতে হবে।”

মনোনয়ন প্রত্যাশীর ভিড়

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, “আমাদের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা আসনসংখ্যার ১০ গুণ। জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।”

তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হলেও এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এ ব্যাপারে সময়মতো সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।

শোভাযাত্রায় অংশগ্রহণ

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে এদিন ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান এজেডএম জাহিদ হোসেন। পরে তিনি তাদের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা সমাধি থেকে বিজয় সরণি পর্যন্ত প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন