দেশ থেকে পালিয়ে ডিম ছোড়ার মতো অপকর্ম করছে আওয়ামী সমর্থকরা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২০:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে এখন ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। তিনি মনে করেন, এ ধরনের কর্মকাণ্ড তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে তুলবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
সম্প্রতি নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেনকে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে খসরু বলেন, “আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তখন উনাদের সমর্থকদের তো এর বাইরে আর কিছু করার নেই। গণতন্ত্রে বিশ্বাস না করে দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে, এগুলো আরও ধ্বংসাত্মক।”
নিরাপত্তা ইস্যুতে দূতাবাসের গাফিলতি ছিল কি না—এমন প্রশ্নে খসরু বলেন, নিরাপত্তা মূলত সে দেশের বিষয়। দূতাবাসের ইন্টেলিজেন্স টিম হয়তো আগেভাগে জানতে পারলে ভালো হতো। তবে তার মতে, এটি তেমন বড় ঘটনা নয়, গণতান্ত্রিক দেশে এ ধরনের ঘটনা ঘটতেই পারে।
তিনি আরও বলেন, “যার সমর্থন আছে, সেও করতে পারে; যার সমর্থন নেই, সেও করতে পারে। এ কাজ করতে খুব বেশি কষ্ট করতে হয় না। তাই এটাকে বড় করে দেখার কিছু নেই।”
এর আগে অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় খসরু জানান, ভবিষ্যতে মা ও শিশু হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। সরকার, বেসরকারি খাত ও এনজিও মিলিয়ে সমন্বিতভাবে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।
তিনি বলেন, বিদেশে গিয়ে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। “যেদিন বিদেশমুখী চিকিৎসা বন্ধ হবে, সেদিনই আমাদের সফলতার উদাহরণ তৈরি হবে,” মন্তব্য করেন বিএনপির এ নেতা।