শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ভিসা সহজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

আলবেনিয়ায় বাংলাদেশি কর্মীর চাহিদা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আলবেনিয়ায় বাংলাদেশি কর্মীর চাহিদা

আলবেনিয়ার ক্রমবর্ধমান শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে এই আগ্রহের কথা জানান আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ।

বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি আলবেনিয়ার ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

এসময় আলবেনিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি বিকাশে শ্রমিক প্রয়োজন, এবং ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়ে আবেদন করেছে।’

তিনি দক্ষিণ আলবেনিয়ার উপকূলীয় অঞ্চলকে বাংলাদেশি পর্যটকদের সম্ভাব্য গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং পর্যটনসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনীতিতে অবদান রাখতে প্রস্তুত।’

তিনি আরও জানান, বাংলাদেশি নাগরিকদের বর্তমানে নয়াদিল্লি হয়ে ভিসা আবেদন করতে হয়, যা সময়সাপেক্ষ ও জটিল। এ প্রেক্ষিতে তিনি সরাসরি ই-ভিসা বা সহজতর আবেদন প্রক্রিয়া চালুর অনুরোধ জানান।

এ ব্যাপারে প্রেসিডেন্ট বজরাম বেগাজ জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ের সরকারি সফর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশ চিকিৎসক, নার্স, কৃষি ও কারখানার শ্রমিকসহ বিস্তৃত খাতে দক্ষ জনশক্তি সরবরাহে সক্ষম।’

তিনি নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করতে সমঝোতা স্মারক) সইয়ের ওপর জোর দেন।

আলবেনিয়ার প্রেসিডেন্ট আরও জানান, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী তালিকাভুক্তির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন