ট্রাম্পের নির্বাহী আদেশ
এইচ-ওয়ান বি ভিসার ফি এক লাফে ১ লাখ ডলার
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১১:৫৬, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-ওয়ান বি ভিসা ফি এক লাফে বাড়িয়ে ১ লাখ ডলার করার ঘোষণা দিয়েছেন। শনিবার সকালে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে বলা হয়েছে—যারা ভিসার ফি প্রদান করতে পারবেন না, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে। এর আগে ভিসার জন্য প্রশাসনিক ফি ছিল ১ হাজার ৫০০ ডলার। ট্রাম্প প্রশাসন দাবি করছে, বিদেশি শ্রমিকরা মার্কিন কর্মীদের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে।
অন্যদিকে সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ প্রযুক্তি খাতসহ বিভিন্ন শিল্পের জন্য বড় ধরনের ধাক্কা হবে। টেক জায়ান্ট অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, অ্যাপল ও মেটার মতো প্রতিষ্ঠানগুলো প্রতিবছর হাজার হাজার এইচ-ওয়ান বি ভিসাধারী নিয়োগ করে থাকে। তাদের মতে, ভিসার মাধ্যমে বিশ্বসেরা প্রতিভাবানরা যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান, যা দেশটির প্রযুক্তিগত নেতৃত্ব ধরে রাখার জন্য অপরিহার্য।
এদিকে আরেকটি আদেশে ট্রাম্প নির্দিষ্ট ধনী অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছেন। এতে দ্রুত ভিসা প্রদানের সুযোগ থাকলেও এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে কমপক্ষে ১ মিলিয়ন পাউন্ড।
মার্কিন বাণিজ্য মন্ত্রী হওয়ার্ড লুটনিক এক বিবৃতিতে বলেন, “আমরা চাই কোম্পানিগুলো বিদেশিদের আনার পরিবর্তে স্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মার্কিনদের প্রশিক্ষণ দিক। আমাদের চাকরি বিদেশিদের হাতে তুলে দেয়া বন্ধ করতে হবে।”
২০০৪ সাল থেকে এইচ-ওয়ান বি ভিসা কোটার সংখ্যা ৮৫ হাজারে সীমাবদ্ধ রাখা হয়েছে। সাম্প্রতিক তথ্য বলছে, আগামী অর্থবছরের জন্য ভিসা আবেদন নেমে এসেছে ৩ লাখ ৫৯ হাজারে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
ওয়াটসন ইমিগ্রেশন ল ফার্মের প্রতিষ্ঠাতা তাহমিনা ওয়াটসন মন্তব্য করেছেন, “এই সিদ্ধান্ত আমার অনেক গ্রাহকের জন্য কফিনে শেষ পেরেক ঠুকে দেয়ার মতো। বিশেষ করে ছোট ব্যবসা পরিচালনাকারীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।”
ট্রাম্পের এই নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শ্রমবাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে একদিকে মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রতিভা সংকটে পড়বে, অন্যদিকে অভিবাসন খাতের অনিশ্চয়তা আরও বাড়বে।