নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০০:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার দেশটির প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
স্লোভেনিয়া গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। চলতি বছরের জুলাইয়ে ইসরায়েলের দুই ডানপন্থি মন্ত্রী—নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ—এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকেই ভ্রমণ নিষিদ্ধ করল তারা।
স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেভা গ্রাসিক বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমরা আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ ও নীতি-ভিত্তিক কূটনীতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তার ভাষায়, “সাধারণ মানুষও জানে—গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নেতানিয়াহু অভিযুক্ত।”
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভেনিয়া আগস্ট মাসে ইসরায়েলের ওপর অস্ত্র আমদানি–রপ্তানি ও ট্রানজিটে নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্যের আমদানিও বন্ধ করে। একই সময়ে গাজায় ফিলিস্তিনিদের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা প্যাকেজ অনুমোদন করে দেশটি।
স্লোভেনিয়া ও ইউরোপের অন্যান্য দেশ বহুবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং মানবিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই।
বিশ্লেষকদের মতে, ইউরোপে ফিলিস্তিন ইস্যুতে স্লোভেনিয়ার এ অবস্থান শুধু প্রতীকী নয়, বরং ইসরায়েলের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর একটি সুসংগঠিত প্রয়াস।