সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০০:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০০:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার দেশটির প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

স্লোভেনিয়া গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। চলতি বছরের জুলাইয়ে ইসরায়েলের দুই ডানপন্থি মন্ত্রী—নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ—এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকেই ভ্রমণ নিষিদ্ধ করল তারা।

স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেভা গ্রাসিক বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমরা আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ ও নীতি-ভিত্তিক কূটনীতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। তার ভাষায়, “সাধারণ মানুষও জানে—গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নেতানিয়াহু অভিযুক্ত।”

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্লোভেনিয়া আগস্ট মাসে ইসরায়েলের ওপর অস্ত্র আমদানি–রপ্তানি ও ট্রানজিটে নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উৎপাদিত পণ্যের আমদানিও বন্ধ করে। একই সময়ে গাজায় ফিলিস্তিনিদের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা প্যাকেজ অনুমোদন করে দেশটি।

স্লোভেনিয়া ও ইউরোপের অন্যান্য দেশ বহুবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং মানবিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই।

বিশ্লেষকদের মতে, ইউরোপে ফিলিস্তিন ইস্যুতে স্লোভেনিয়ার এ অবস্থান শুধু প্রতীকী নয়, বরং ইসরায়েলের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর একটি সুসংগঠিত প্রয়াস।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা