শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

ওষুধ আমদানিতে ট্রাম্পের ১০০% শুল্ক

চাপে ভারত ও বৈশ্বিক ফার্মা বাজার

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১১:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ওষুধ আমদানিতে ট্রাম্পের ১০০% শুল্ক


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের শুল্কের কোপ দিলেন। এবার ব্র্যান্ডেড ও পেটেন্ট করা ফার্মাসিউটিক্যাল পণ্যের আমদানির উপর বসানো হলো ১০০ শতাংশ শুল্ক। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। শুধু ওষুধ নয়—গৃহস্থালি সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবপত্রে ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকে ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পের দাবি, বিদেশি পণ্যে ছেয়ে গিয়েছে মার্কিন বাজার, যা দেশের জাতীয় সুরক্ষা ও অর্থনৈতিক স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, “আমেরিকার মাটিতেই এসব উৎপাদন করতে হবে। বিদেশি কোম্পানিগুলোকে ওষুধ উৎপাদনের প্ল্যান্ট আমেরিকায় স্থাপন করতে হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”
অর্থনীতিবিদদের মতে, ফেডারেল বাজেটে ঘাটতি পূরণ এবং স্থানীয় শিল্পকে রক্ষাই ট্রাম্পের মূল লক্ষ্য। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে এবং বহুজাতিক কোম্পানির অনেক কারখানা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে পারে।

ভারতের জন্য ধাক্কা
ট্রাম্পের ঘোষণায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে যাচ্ছে ভারত। কারণ, আমেরিকাই ভারতের সবচেয়ে বড় ওষুধ রফতানি বাজার। বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত প্রায় ৪৫ শতাংশ জেনেরিক ওষুধ এবং ১৫ শতাংশ বায়োসিমিলার ড্রাগ ভারত থেকেই আমদানি হয়। ২০২৪ অর্থবছরে ভারত আমেরিকায় ৮.৭ বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রফতানি করেছিল, যা মোট রফতানির প্রায় ৩১ শতাংশ।
নতুন এই শুল্ক কার্যকর হলে ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্প বড় ধাক্কা খেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এতে শুধু ভারত নয়, বৈশ্বিক ওষুধ বাজারেও অস্থিরতা দেখা দিতে পারে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন