শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

রাশিয়ান তেল কেনা বন্ধে এরদোয়ানকে ট্রাম্পের আহ্বান

 এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি আলোচনায় তুরস্ক

ট্রাম্প- এরদোয়ান বৈঠক: রাশিয়ান জ্বালানি ও এফ-৩৫ প্রসঙ্গ

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১২:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫

 এফ-৩৫ যুদ্ধবিমান চুক্তি আলোচনায় তুরস্ক

ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়া ও এফ-৩৫ যুদ্ধবিমান ইস্যু প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে। ট্রাম্প প্রকাশ্যে এরদোয়ানকে আহ্বান জানান, যেন তুরস্ক রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে। ট্রাম্পের মতে, এটি হবে “সবচেয়ে ভালো পদক্ষেপ” যা আঙ্কারা এখন নিতে পারে।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার সময় যে দেশগুলো মস্কোর কাছ থেকে তেল-গ্যাস কিনছে, তারা আসলে নিজেদের বিপক্ষেই অর্থায়ন করছে। যুক্তরাষ্ট্র এর আগেও ন্যাটো মিত্রদের এ ধরনের জ্বালানি আমদানিকে “যুদ্ধের অর্থায়ন” আখ্যা দিয়েছে।

এফ-৩৫ যুদ্ধবিমান ইস্যুতে নতুন আশাবাদ

২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে এফ-৩৫ প্রকল্প থেকে বহিষ্কার করা হয়। তখন থেকেই আঙ্কারা উন্নত যুদ্ধবিমানটি পেতে ব্যর্থ হচ্ছে। এ ছাড়া ২০২০ সালের মার্কিন প্রতিরক্ষা বিল অনুযায়ী, তুরস্ক আনুষ্ঠানিকভাবে রাশিয়ান এস-৪০০ ত্যাগ না করলে এফ-৩৫ কেনা সম্ভব নয়।

বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন যে, আলোচনা ইতিবাচক হলে তুরস্ক “যে জিনিসগুলো কিনতে চায়” তা কিনতে পারবে। তবে মার্কিন কংগ্রেসের হেলেনিক ককাস ইতোমধ্যে এর বিরোধিতা করেছে, গ্রিসের আকাশসীমা লঙ্ঘন ও সিরিয়ায় সামরিক অভিযানকে যুক্তি হিসেবে তুলে ধরে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা

এস-৪০০ কেনার জেরে ২০২০ সালে যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেটি প্রত্যাহারের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। ট্রাম্প জানান, আলোচনায় অগ্রগতি হলে “খুব শিগগিরই” এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

আঞ্চলিক রাজনীতি ও গাজা প্রসঙ্গ

বৈঠকের আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্প ও এরদোয়ান গাজা ইস্যুতেও সংক্ষিপ্ত আলোচনা করেন। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে “পূর্ণ গণহত্যা”র অভিযোগ তুললেও হোয়াইট হাউস বৈঠকে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মতবিরোধ হয়নি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন