উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র নতুন করে উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত দেশ দুটির মধ্যকার অবৈধ অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলোকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এ পদক্ষেপের মূল উদ্দেশ্য উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অর্থায়ন বন্ধ করা।
মিয়ানমারের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, মিয়ানমারভিত্তিক অস্ত্র সংগ্রহ সংস্থা রয়্যাল শুনে লেই কোম্পানি এবং এর মূল পরিচালক অং কো কো উ, ক্যাও থু মায়ো মিন্ট ও টিন মায়ো অং-কে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার অস্ত্র সরবরাহ চক্রে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।
উত্তর কোরিয়ার ভূমিকা
বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার মাইনিং ডেভলপমেন্ট করপোরেশনের বেইজিং প্রতিনিধি কিম ইয়ং জু মিয়ানমারের ব্যক্তিদের সঙ্গে মিলে বিভিন্ন আকাশবোমা নির্দেশিকা কিট, বোমা এবং আকাশ পর্যবেক্ষণ সরঞ্জাম বিক্রির জন্য কাজ করেছেন। এর মাধ্যমে উত্তর কোরিয়া আন্তর্জাতিক বাজারে অবৈধ অস্ত্র সরবরাহ নেটওয়ার্ককে আরও প্রসারিত করতে চাইছিল।
যুক্তরাষ্ট্রের কড়া বার্তা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক সম্পূর্ণ অবৈধ। এটি শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং তাদের বৈশ্বিক মিত্রদের নিরাপত্তার জন্যও বড় হুমকি। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এ ধরনের কার্যক্রম চালানো হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা ‘ফরেন ইনটেলিজেন্স এজেন্সি’র ওপর কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল। নতুন এই পদক্ষেপ উত্তর কোরিয়া ও মিয়ানমারের অবৈধ সামরিক সহযোগিতার বিরুদ্ধে ওয়াশিংটনের অবস্থানকে আরও কঠোরভাবে তুলে ধরেছে।