‘জাদু’ নিয়ে হাজির হাবিব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

কোক স্টুডিও বাংলা মানেই নতুন গান, নতুন চমক। শ্রোতাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, এ মঞ্চে দেশের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদের কণ্ঠ শোনার। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। কোক স্টুডিও বাংলার নতুন গান ‘জাদু’ নিয়ে হাজির হয়েছেন হাবিব। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তাজিকিস্তানের খ্যাতনামা গায়িকা মেহের নিগর রুস্তম।
গানটি বৃহস্পতিবার কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এর আগের দিন থেকেই হাবিবের ফেসবুক ওয়ালে ঘুরছিল তার নতুন লুকের ছবি, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
দীর্ঘ বিরতির পর চলতি সিজনের চতুর্থ গান হিসেবে ২৩ আগস্ট প্রকাশিত হয়েছিল হাশিম মাহমুদের লেখা ‘বাজি’, আর ১০ সেপ্টেম্বর এসেছিল ‘লং ডিস্ট্যান্স লাভ’। দু’টি গানই আলোচনায় আসে। তবে এবার হাবিবের ‘জাদু’ ঘিরে তৈরি হয়েছে বিশেষ উন্মাদনা।
উল্লেখযোগ্য বিষয় হলো, ‘জাদু’ গানটি হাবিবের ২০০৬ সালে প্রকাশিত অ্যালবাম ‘শোনো’ থেকে নেওয়া। সে সময় এটি ছিল অন্যতম জনপ্রিয় গান। এবার কোক স্টুডিও বাংলায় তা নতুনভাবে উপস্থাপিত হয়েছে আন্তর্জাতিক ফিউশনের ছোঁয়ায়।
প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে। শ্রোতারা বলছেন, পুরোনো হিটকে নতুন রূপে ফিরিয়ে আনার সঙ্গে মেহের নিগরের কণ্ঠে ভিন্ন মাত্রা পেয়েছে গানটি।
হাবিব ওয়াহিদ বলেন,“কোক স্টুডিও মানেই ভিন্নধর্মী ও বড় আয়োজন। আলাদা আঙ্গিকে যুক্ত হতে সবসময়ই ভালো লাগে। এবারো তাই হয়েছে। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।”