রোজাকে বিয়ের পর অভিনন্দন জানিয়েছি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

অভিনেত্রী ও শিক্ষাবিদ রাফিয়াত রশিদ মিথিলা এবার নতুন পরিচয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন। সম্প্রতি অর্জিত ডক্টরেট ডিগ্রিসহ তিনি প্রথমবার অংশ নিচ্ছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর নবম পর্বে। অনুষ্ঠানটি প্রচার হবে আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায়, রুম্মান রশীদ খানের সঞ্চালনায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর মিথিলা দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। তিনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে সিজিপিএ ৪.০০-এর মধ্যে পূর্ণ নম্বর পেয়ে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ লাভ করেন। ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীও ছিলেন তিনি। পাশাপাশি গত ১৭ বছর ধরে ব্র্যাক ইন্টারন্যাশনালে কর্মরত আছেন।
মিথিলা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে নানা সময় নেতিবাচক মন্তব্য ও বুলিংয়ের মুখোমুখি হতে হয় তাকে। তবে কীভাবে তিনি এগুলো মোকাবিলা করেন এবং ইতিবাচক মানসিকতায় এগিয়ে যান, তা নিয়েও খোলামেলা আলোচনা করেছেন এই পডকাস্টে।
অভিনেত্রী ব্যক্তিজীবন নিয়েও মুখ খুলেছেন। ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বৈবাহিক জীবনের বর্তমান অবস্থা নিয়ে স্পষ্ট মত দেন তিনি। একই সঙ্গে প্রথম স্বামী ও গায়ক তাহসান খানকে নিয়েও এমন কিছু মন্তব্য করেন, যা আগে প্রকাশ্যে শোনেনি দর্শক।
মিথিলা বলেন,“রোজা আহমেদকে বিয়ের পর আমি যেমন তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।”
এই উক্তি প্রমাণ করে, বিচ্ছেদের পরও তাহসান ও মিথিলার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।