শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

কুপ্রস্তাব প্রসঙ্গে মুখ খুললেন কুসুম শিকদার: 

অভিজ্ঞতা, ক্যারিয়ার ও দৃঢ় অবস্থান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

অভিজ্ঞতা, ক্যারিয়ার ও দৃঢ় অবস্থান

বাংলাদেশি বিনোদন জগতের জনপ্রিয় মুখ কুসুম শিকদার এবার খোলামেলা কথা বললেন আলোচিত ‘কুপ্রস্তাব’ প্রসঙ্গে। একসময় নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও বর্তমানে তিনি বেছে বেছে অভিনয় করছেন। সম্প্রতি এক সেলিব্রিটি টকশোতে অংশ নিয়ে কাস্টিং কাউচ প্রসঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেন ‘লালটিপ’ খ্যাত এই অভিনেত্রী।
কুসুম শিকদার বলেন, “আমার ফিল্মই তো তিনটা। শেষেরটা তো আমার নিজেরই। মিডিয়ায় নানা গল্প শুনি, কিন্তু আমার সময়ে এসব কম ছিল। তবে এটা সত্যি যে দু-একটা ঘটনা ঘটেনি, তা নয়। কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়েছেন— আমি সিদ্ধান্ত নিয়েছি কোন পথে যাব। বাইরে বৃষ্টি হলে যেমন ছাতা নিয়ে যাই, তেমনি পরিস্থিতি সামলে নিয়েছি। ঢুকিনি।”
তিনি জানান, তার ক্যারিয়ারে কখনো কোনো বাজে প্রস্তাব পাননি। তবে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো নিজের বুদ্ধিমত্তা দিয়ে সামলে নিতে পেরেছেন। তার ভাষায়, “আমি বুঝতে পেরেছি, তাই হ্যান্ডেল করেছি। ওর মধ্যে ঢুকিনি।”
নানামুখী প্রতিভার অধিকারী কুসুম শিকদার শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন। তিনি গান করেন, বই লেখেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন। সর্বশেষ তার পরিচালিত ‘শরতের জবা’ সিনেমাটি গত বছর অক্টোবরে মুক্তি পায়। এর আগে তিনি ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা ‘শঙ্খচিল’-এ অভিনয় করেছেন।
প্রসঙ্গত, ২০০২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে বিনোদন জগতে প্রবেশ করেন কুসুম শিকদার। এরপর নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করেছেন। তবে ২০১৮ সালের পর থেকে নাটকে আর তাকে দেখা যায়নি।
তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে— বিনোদন অঙ্গনে নানা গল্প থাকলেও নিজেকে দৃঢ় ও বুদ্ধিদীপ্তভাবে সামলালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বের হয়ে আসা সম্ভব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন