গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন নুর ইসলাম
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: ১৬:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর মহানগরের ধীরাশ্রম ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টা ও রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রাত ১১টার দিকে ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে শনাক্তকরণের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টিকটক ভিডিও করতে গিয়ে মৃত্যু নুর ইসলামের
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ঘটে আরেকটি দুর্ঘটনা। টিকটক ভিডিও ধারণের সময় বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় প্রাণ হারান নুর ইসলাম (৩৫)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সলপ এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, মোবাইল ফোনে ভিডিও করতে করতে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন নুর ইসলাম। এ সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির-উজ-জামান জানান, এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অনেকেই অসতর্কভাবে রেললাইনে হাঁটাহাঁটি করেন বা ভিডিও তৈরি করেন, যা জীবনঘাতী হয়ে দাঁড়াচ্ছে। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং রেলপথে নিরাপত্তা বিধি মেনে চলার তাগিদ দেন।