শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজা

আজ থেকে হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আজ থেকে হিলি বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

 


দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর থেকে টানা আট দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে যথারিতি কার্যক্রম আবারও শুরু হবে।

তবে এ সময়ে হিলি পানামা পোর্টে থাকা পণ্য লোড-আনলোড কার্যক্রম থাকবে স্বাভাবিক। পাশাপাশি পাসপোর্টে যাত্রী পারাপারও স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের সংগঠন এক্সপোটার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েনের আবেদনের প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিন বন্দরের থাকা পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এই আট দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে বলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন