শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

মুন্সীগঞ্জে আমগাছে হাত বাঁধা অবস্থায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

হত্যা নাকি আত্মহত্যা?

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ১৮:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫

হত্যা নাকি আত্মহত্যা?

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক চাঞ্চল্যকর ঘটনায় বাড়ির ছাদের পাশে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিক শেখ (৬০) ওই এলাকারই বাসিন্দা এবং চার ছেলে ও দুই মেয়ের জনক। এ ঘটনা ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন—এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিক শেখ পাশের রানা শেখের একতলা বাড়ির দেখভাল করতেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে তিনি বড় মেয়েকে জানান, বাড়িতে অচেনা লোকজনের আনাগোনা হচ্ছে এবং তিনি তা দেখতে যাচ্ছেন। কিন্তু ভোর ৪টায়ও বাড়ি না ফেরায় মেয়ে খুঁজতে গিয়ে দেখতে পান, রানার বাড়ির একতলা ছাদের ওপর থেকে আমগাছের ডালে দড়ি দিয়ে ঝুলছে তার বাবার মরদেহ, আর দুই হাত বাঁধা অবস্থায় রয়েছে।

পরিবারের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়—তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক দিনগুলোতে ওই বাড়িতে রাতের বেলা অচেনা লোকের যাতায়াত বাড়ছিল, যা নিয়ে রফিক উদ্বেগ প্রকাশ করেছিলেন।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গভীরভাবে তদন্ত করছেন।

এদিকে স্থানীয়দের মধ্যে ভীতি ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। অন্যদিকে পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে আত্মহত্যার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন