শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক দাবি ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং যাচাই–বাছাইবিহীন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে নেওয়া।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি। 

প্রেস সচিব বলেন, “টিআইবির সাম্প্রতিক বিবৃতি দুঃখজনকভাবে ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট থেকে যাচাই ছাড়াই নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সময়ের তুলনায় এবারকার প্রতিনিধিদল কমসংখ্যক হলেও তাদের কার্যক্রম লক্ষ্যনির্ভর এবং পরিশ্রমী। প্রতিনিধিদল ইতোমধ্যে ছয়জন রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্তত এক ডজন উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়েছে।’

প্রেস সচিব জানান, এবারের প্রতিনিধিদলের প্রায় এক-তৃতীয়াংশই নিরাপত্তা কর্মী। আওয়ামী লীগ সমর্থকদের পক্ষ থেকে আসা ক্রমাগত হুমকির কারণে নিরাপত্তা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। অনেক নিরাপত্তা কর্মকর্তা প্রতিদিন ১৬ ঘণ্টা শিফটে কাজ করছেন।

শফিকুল আলম বলেন, বর্তমান সময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। জুলাই গণঅভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দেশি-বিদেশি মহল লবিং করছে। তাই জাতিসংঘের মতো বৈশ্বিক কূটনৈতিক মঞ্চে শক্তিশালী উপস্থিতি এখন বাংলাদেশের জন্য কৌশলগত ও অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, এবারের প্রতিনিধিদলের মধ্যে বেশ কয়েকজন সদস্য রয়েছেন যারা আসন্ন ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য একটি গুরুতর মানবিক ও নিরাপত্তা সংকট, যা বিশ্বমঞ্চে যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যেই তাদের অন্তর্ভুক্তি।

পোস্টে বলা হয়, তিনটি রাজনৈতিক দলের নেতাদেরও এ সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সহায়তায় কয়েকজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি স্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন