‘রানা প্লাজা আওয়ামী লীগের তৈরি ট্র্যাজেডি’
রানা প্লাজা ধসকে ‘আওয়ামী লীগের তৈরি ট্র্যাজেডি’ বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেছেন, ভবনমালিক সোহেল রানা দলের প্রভাব ব্যবহার করে ভবন নির্মাণ ও শ্রমিকদের ঝুঁকিতে ফেলেছিলেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, সাভারের তৎকালীন এমপি মুরাদ জং-এর সঙ্গে রানার ঘনিষ্ঠতা ছিল, যা আড়াল করতে দলীয় প্রচারযন্ত্র সক্রিয় ছিল। শেখ হাসিনার শাসনে দায়মুক্তির সংস্কৃতিতেই এমন ‘স্থানীয় দানব’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।