ময়মনসিংহে প্রেস সচিব
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২০:১৪, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১০, ১০ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই—সব বাধা ও সংশয় কেটে গেছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।”
নির্বাচনী আমেজ ইতিমধ্যেই শুরু হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘জামালপুর, হালুয়াঘাট—সবখানেই নেতাদের প্যানা-পোস্টার দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করছে। দুই-তিন সপ্তাহ পর যখন সব দল প্রার্থীদের নাম দেবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমে উঠবে।’
শফিকুল আলম জানান, জুলাই সনদ নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। তিনি বলেন, “আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।”
সভায় তিনি আরও বলেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কূটনৈতিক ভূমিকার মাধ্যমেই আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি সম্ভব হয়েছে। এজন্য প্রধান উপদেষ্টা এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।