শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

৩১ অক্টোবরের মধ্যে সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৬, ১৬ অক্টোবর ২০২৫

৩১ অক্টোবরের মধ্যে সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই মেয়াদের মধ্যেই জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ ও সুনির্দিষ্ট সুপারিশ সরকারের কাছে পেশ করবে কমিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, “কমিশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যেন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আর দেরি না হয়। সরকারের কাছে আমাদের সুপারিশ উপস্থাপন করা হবে ৩১ অক্টোবরের মধ্যেই, এবং আমরা আশাবাদী— সরকার সেই সময়ের মধ্যেই সনদ বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করবে।”

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, “বাংলাদেশের মানুষ বহুদিন ধরে গণতন্ত্র ও রাষ্ট্রসংস্কারের স্বপ্ন দেখছে। সেই আকাঙ্ক্ষা নানা কারণে হোঁচট খেয়েছে। কিন্তু নাগরিক সংগ্রামের ধারাবাহিকতায় যে আশা ও প্রত্যাশার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, তা জাতীয় সনদের মাধ্যমে আংশিকভাবে হলেও বাস্তবে রূপ পাচ্ছে।”

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই জাতীয় সনদ কেবল একটি রাজনৈতিক চুক্তি নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের দিকনির্দেশনা। এতে যে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো পৌঁছেছে, তা বাস্তবায়ন করতে পারলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আসবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন