বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, যা বললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:২০, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৫, ৩০ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, যা বললেন প্রেস সচিব

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তারা যেন তার অতীত কর্মকাণ্ড ভুলে না যায়।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি।”

তিনি আরও বলেন, “যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট। বিবিসি, আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে যে, তিনি খুন করার নির্দেশ দিতেন।”

সাংবাদিকরা বিদেমি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, “শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই বলতে পারবে। আমি এখনো সাক্ষাৎকারটি পড়িনি। পড়ার পর বিস্তারিত বলতে পারব।”

২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তিনি সেখানে রয়টার্স, এএফপি ও ইনডিপেনডেন্টসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, যা বুধবার (২৯ অক্টোবর) একযোগে প্রকাশিত হয়।

উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় রয়েছে।

রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ না দিলে দলটির সমর্থকরা ভোট বর্জন করবে। 

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আমি তা মনে করছি না। আওয়ামী লীগ তো নাই। দু-একটা ঝটিকা মিছিল হয়তো হচ্ছে, কেউ কেউ তাতে কিছু ডলার পাচ্ছে—এই তো।”

এ সময় দেশীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের সমালোচনা করে প্রেস সচিব বলেন, “একটি স্থানীয় নিউজমাধ্যমে দেখা গেছে, আইসিসিতে তার দল অভিযোগ করেছে—কিন্তু সেখানে মানবাধিকার লঙ্ঘনের কোনো উল্লেখ নেই। এটি দুর্ভাগ্যজনক।”

তিনি আরও বলেন, “দেশের টাকা চুরি করে ইউকের সবচেয়ে দামি ল ফার্ম ভাড়া করে এই কাজ তারা করছে, আর দেশের কিছু গণমাধ্যম সেটি প্রমোট করছে—এটা হতাশাজনক।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন