ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ
‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া প্রতারণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২৬, ২৯ অক্টোবর ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দেওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। তার ভাষায়, “এটা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা।”
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, “গতকাল ঐকমত্য কমিশন তাদের সুপারিশ দিয়েছে। অবাক হয়ে দেখলাম—বিএনপির আপত্তি বা ভিন্নমত ‘নোট অব ডিসেন্ট’ হিসেবে লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, কিন্তু তা বাদ দেওয়া হয়েছে। এটা শুধু রাজনৈতিক নয়, নৈতিক প্রতারণাও।”
তিনি বলেন, “গৃহীত প্রস্তাব অনুযায়ী যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে জনগণের সংসদ গঠিত হবে, এবং সেখানেই প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন সম্ভব। কিন্তু এখন যে প্রক্রিয়া চলছে, তাতে গণতন্ত্রকে দুর্বল করা হচ্ছে।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে ফখরুল বলেন, “আপনি জনগণের সামনে প্রতিজ্ঞাবদ্ধ—গঠনমূলক সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। যদি তা থেকে বিচ্যুতি ঘটে, তার দায়ভার নিতে হবে ড. ইউনূস সরকারের।”
তিনি আরও বলেন, “নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি তত শক্তিশালী হচ্ছে। যারা বিশৃঙ্খলা দেখতে চায়, তারাই নির্বাচন পিছানোর পক্ষে।”
