জুলাই সনদকে ফাঁকা বুলি নয়, আইনি ভিত্তি চায় এনসিপি : নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৬, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:০৩, ২৯ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদকে তারা রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি হিসেবে দেখছেন না, বরং এটিকে আইনি ভিত্তিসম্পন্ন বাস্তব দলিল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই সই করার বিষয়টি বিবেচনা করবো। আমাদের আপসহীন অবস্থানের কারণেই ঐকমত্য কমিশন সরকারের কাছে এ বিষয়ে সুপারিশ করেছে।’
তিনি আরও বলেন, সরকারের উচিত হবে কমিশনের প্রস্তাবিত আইনি ভিত্তিসম্পন্ন আদেশের খসড়া গ্রহণ করা। তবেই জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি আসবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে ‘বাস্তবায়ন আদেশ’ জারি করতে হবে। ঐকমত্য কমিশন যে দুটি খসড়া প্রস্তাব করেছে, তার মধ্যে প্রথম খসড়া (প্রস্তাব–১) বাস্তবায়নের দিকেই যেতে হবে সরকারকে।
তিনি ব্যাখ্যা করেন— প্রস্তাব–১ অনুযায়ী, যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকারের প্রণীত সংবিধান সংশোধনের খসড়া বিল স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে।
তিনি বলেন, ‘এটি বাস্তবায়িত হলে গণভোটের রায় কার্যকর করার বাধ্যবাধকতা তৈরি হবে, যা জাতীয় সনদের প্রকৃত চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।’
এনসিপি মুখ্য সমন্বয়ক জানান, প্রস্তাব–১ এর কিছু অংশে ভাষাগত অস্পষ্টতা রয়েছে, যা দ্রুত সংশোধন করা দরকার। তিনি সরকারকে বিলম্ব না করে এসব অস্পষ্টতা নিরসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ কেন্দ্রীয় নেতারা।
দলটি জানিয়েছে, তারা জুলাই সনদকে কেবল রাজনৈতিক দলিল নয়, জনগণের আন্দোলনের ফসল হিসেবে দেখছে— যার বাস্তবায়ন আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করতে হবে।
