মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

ল্যানসেট প্রতিবেদন

তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বে প্রতি মিনিটে মরছে একজন মানুষ

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ১৮:৪১, ২৯ অক্টোবর ২০২৫

তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বে প্রতি মিনিটে মরছে একজন মানুষ

তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বে প্রতি মিনিটে অন্তত একজন করে মানুষ মারা যাচ্ছে বলে ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ২০২৫ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও প্রাচীন মেডিকেল জার্নালগুলোর একটি ল্যানসেটের এই প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে মানবজীবন বিপন্ন হচ্ছে। 

ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এবং ৭০টিরও বেশি একাডেমিক ও জাতিসংঘ সংস্থার ১২৮ জন বিশেষজ্ঞ মিলিতভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ওপর বিশ্বের অতিরিক্ত নির্ভরতা শুধু জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে না, মানুষের জীবন ও স্বাস্থ্যকেও বিপর্যস্ত করছে। বিষাক্ত বায়ুদূষণ, দাবানল, ডেঙ্গুর মতো সংক্রামক রোগের বিস্তার এবং চরম তাপপ্রবাহের কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন।

তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে গড়ে প্রতিবছর ৫ লাখ ৪৬ হাজার মানুষ তাপমাত্রা বৃদ্ধির কারণে মারা গেছেন, যা প্রতি মিনিটে একজনের মৃত্যুর সমান। ১৯৯০-এর দশকের তুলনায় এই মৃত্যুহার ২৩ শতাংশ বেড়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত চার বছরে গড়ে একজন মানুষ বছরে ১৯ দিন প্রাণঘাতী তাপে আক্রান্ত হয়েছেন। 

২০২৪ সালে উচ্চ তাপমাত্রার কারণে ৬৩৯ বিলিয়ন শ্রমঘণ্টা নষ্ট হয়েছে, যা অনুন্নত দেশগুলোর মোট দেশজ উৎপাদনের প্রায় ৬ শতাংশ ক্ষতি সাধন করেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ড. মারিনা রোমানেলো বলেন, ‘এই প্রতিবেদনটি এক নির্মম বাস্তবতা তুলে ধরেছে। বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য ও জীবিকা ধ্বংস হচ্ছে। যতদিন আমরা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাব না, ততদিন এই ধ্বংস অব্যাহত থাকবে।’
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা
সাত গোলের দাপটে শেষ ষোলোয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল