বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার 

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২:৪৭, ৩০ অক্টোবর ২০২৫

অস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় টিপুর মালিকানাধীন ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দো-নলা বন্দুক, বিভিন্ন ব্র্যান্ডের ৫৬ রাউন্ড গুলি, চারটি ১২ বোর কার্তুজ ও পাঁচটি রাবার কার্তুজ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণসংযোগ শাখার সহকারী কমিশনার (এসি) আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে টিপুর প্রকাশ্যে গুলিবর্ষণের ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি প্রকাশ্যে আসেন তিনি। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে নিষিদ্ধ দলের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মোস্তফা কামাল টিপু নগরীর আগ্রাবাদ নাজিরপাড়া মগপুকুরপাড় এলাকার বাসিন্দা। ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক নেতা টিপু পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এক সময় তিনি নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন।

পরবর্তী সময়ে তিনি বন্দর-পতেঙ্গা এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এমএ লতিফের গ্রুপে যোগ দেন। সর্বশেষ সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দিতেন। গত বছরের ৪ আগস্ট দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর তিনি প্রকাশ্যে গুলিবর্ষণ করেন বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

সিএমপির গণসংযোগ শাখার সহকারী কমিশনার (এসি) আমিনুর রশীদ জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতে চালান দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন