বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

রাবিতে নতুন ৬ হল হচ্ছে, আবাসন হবে ৭ হাজার শিক্ষার্থীর

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩:১২, ৩০ অক্টোবর ২০২৫

রাবিতে নতুন ৬ হল হচ্ছে, আবাসন হবে ৭ হাজার শিক্ষার্থীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য নতুন ছয়টি হল নির্মাণ এবং একটি হল পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

গত সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৩তম সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ৩টি নতুন হল নির্মাণ করা হবে। এ ছাড়া শেরে বাংলা ফজলুল হক হল পুনঃনির্মাণ, চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন পুনঃনির্মাণ, ইনোভেশন হাব নির্মাণ ও ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার—এসব কাজ সম্পন্ন করা হবে।

প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের পর ২০২৬–২০২৭ অর্থবছর থেকে শুরু হয়ে তিন বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে অতিরিক্ত ৭ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে, জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, “হল ও ডরমিটরি নির্মাণের পাশাপাশি উন্নত গবেষণাগারের যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ করা হলে গবেষণার মান আরও বাড়বে।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন