প্রাথমিক শিক্ষার্থীরা পাবে জন্য ডিম-দুধ-কলা,পাউরুটি ও মৌসুমী ফল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:২২, ২৭ অক্টোবর ২০২৫
picture : Internet
আগামী নভেম্বর মাস থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে স্কুল ফিডিং কার্যক্রম, যেখানে শিশুদের দেয়া হবে ডিম, দুধ, কলা, পাউরুটি, উন্নত মানের বিস্কিট ও দেশীয় মৌসুমী ফল। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন, এ উদ্যোগের মাধ্যমে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী নিয়মিত পুষ্টিকর খাবার পাবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে মহাপরিচালক এই তথ্য জানান।
তিনি বলেন, “আমরা আশা করি নভেম্বর মাসের ১৭ তারিখ থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাইমারি স্কুলগুলোর ৩১ লাখ শিশুকে দেশীয় ফলসহ ডিম, দুধ, কলা, পাউরুটি ও বিস্কিট দেয়া হবে। সপ্তাহে পাঁচ দিন তারা এই খাবার পাবে।”
প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্যের ভিত্তিতে দারিদ্র্যের হার বিবেচনায় প্রতিটি জেলা থেকে একটি করে উপজেলা বেছে নেয়া হয়েছে, যেখানে এই কার্যক্রম চালু করা হবে।
তবে বান্দরবান ও কক্সবাজার জেলার সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয় এই স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় থাকবে, যাতে পাহাড়ি ও উপকূলীয় এলাকার শিশুরাও পুষ্টিকর খাবারের সুবিধা পায়।
মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন,“মানসম্মত খাবার পেলে বাচ্চারা স্কুলে আরও মনোযোগী হবে। তাদের পুষ্টির চাহিদা পূরণ হবে, ফলে স্কুলে ঝরে পড়ার হার অনেক কমে যাবে।”
প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগকে ‘শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এক নতুন দিগন্ত’ বলে অভিহিত করেছেন তিনি।
