সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১২ কার্তিক ১৪৩২

প্রাথমিক শিক্ষার্থীরা পাবে জন্য ডিম-দুধ-কলা,পাউরুটি ও মৌসুমী ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২২, ২৭ অক্টোবর ২০২৫

প্রাথমিক শিক্ষার্থীরা পাবে জন্য ডিম-দুধ-কলা,পাউরুটি ও মৌসুমী ফল

picture : Internet

আগামী নভেম্বর মাস থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে স্কুল ফিডিং কার্যক্রম, যেখানে শিশুদের দেয়া হবে ডিম, দুধ, কলা, পাউরুটি, উন্নত মানের বিস্কিট ও দেশীয় মৌসুমী ফল। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন, এ উদ্যোগের মাধ্যমে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী নিয়মিত পুষ্টিকর খাবার পাবে।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে মহাপরিচালক এই তথ্য জানান।

তিনি বলেন, “আমরা আশা করি নভেম্বর মাসের ১৭ তারিখ থেকে দেশের ১৬৫ উপজেলার প্রাইমারি স্কুলগুলোর ৩১ লাখ শিশুকে দেশীয় ফলসহ ডিম, দুধ, কলা, পাউরুটি ও বিস্কিট দেয়া হবে। সপ্তাহে পাঁচ দিন তারা এই খাবার পাবে।”

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর তথ্যের ভিত্তিতে দারিদ্র্যের হার বিবেচনায় প্রতিটি জেলা থেকে একটি করে উপজেলা বেছে নেয়া হয়েছে, যেখানে এই কার্যক্রম চালু করা হবে।

তবে বান্দরবান ও কক্সবাজার জেলার সকল উপজেলার প্রাথমিক বিদ্যালয় এই স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় থাকবে, যাতে পাহাড়ি ও উপকূলীয় এলাকার শিশুরাও পুষ্টিকর খাবারের সুবিধা পায়।

মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন,“মানসম্মত খাবার পেলে বাচ্চারা স্কুলে আরও মনোযোগী হবে। তাদের পুষ্টির চাহিদা পূরণ হবে, ফলে স্কুলে ঝরে পড়ার হার অনেক কমে যাবে।”

প্রাথমিক পর্যায়ে এই উদ্যোগকে ‘শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এক নতুন দিগন্ত’ বলে অভিহিত করেছেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের
নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়রপ্রার্থী মামদানি
কার্যক্রম চলমান থাকবে, নভেম্বরের মধ্যে শেষ নয়
দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক শুরু
নয়াদিল্লি-বেইজিং উষ্ণতায় ফিরছে চালু হলো ভারত -চীন সরাসরি ফ্লাইট
উত্তরা থেকে মতিঝিল পুরো পথে মেট্রোরেল আবার চালু
গাজা উপত্যকায় নিহত জিম্মিদের মরদেহ উদ্ধারে মিশর–রেড ক্রসের অভিযান
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ করবে
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেওয়ার সম্ভাবনা
আশুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সংঘর্ষ, বাসে আগুন
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী