চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:৫২, ২৭ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজে জয় তুলে নেওয়ার পর নতুন ফরম্যাটে লড়াইয়ে নেমেছে লিটন দাসের দল।
প্রথম টি-টোয়েন্টিতে টসে জয়ী হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। টস জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পর এবার স্বাগতিকরা টি-টোয়েন্টিতেও ভালো শুরু করতে চায়। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ বোলারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ক্যারিবীয় পাওয়ার হিটারদের সামলানো। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছে আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল ও ব্র্যান্ডন কিংয়ের মতো ধ্বংসাত্মক ব্যাটার—যারা শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ, সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও স্পিনে মেহেদী হাসান মিরাজ। উইকেটের পরিস্থিতি অনুযায়ী দলটি এক স্পিন-প্রধান আক্রমণ সাজিয়েছে বলে জানা গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। দলের লক্ষ্য শুধু জয় নয়, বরং সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া।
