থাইল্যান্ডের কাছে ৫ গোলে হারল বাংলাদেশের নারীরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:২৭, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৯, ২৭ অক্টোবর ২০২৫
প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ছবি: বাফুফে
বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ড সফরে এক প্রীতি সিরিজে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দলের। কিন্তু দ্বিতীয় ও শেষ ম্যাচে তারা দেখল থাই মেয়েদের আরও ভয়ংকর রূপ—৫-১ ব্যবধানে হেরে ফিরতে হচ্ছে পিটার বাটলারের টিমকে।
সোমবার (২৭ অক্টোবর) ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগে ছিল চরম ভঙ্গুরতা, যা কাজে লাগিয়ে থাইল্যান্ড গোলের পর গোল তোলে।
প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও থাই মেয়েরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে খেলা।
বাংলাদেশের একমাত্র গোলটি আসে ২৯ মিনিটে—মারিয়া মান্দার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের দুর্দান্ত হেডে। কিন্তু ব্যবধান বেশি দূর কমাতে পারেননি তারা। থাইল্যান্ডের অধিনায়ক সাওকালাক ও ফরোয়ার্ড জিরাপর্ণ একাধিকবার বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে দেন।
দ্বিতীয়ার্ধে কোচ পিটার বাটলার রক্ষণে পরিবর্তন আনলেও লাভ হয়নি। ৫৪ মিনিটে মাদিসন লম্বা পাস ধরে গোলরক্ষক রূপনা চাকমার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। আর ৫৭ মিনিটে পেনাল্টি থেকে পঞ্চম গোলটি করে জিরাপর্ণ। শেষ দিকে বাংলাদেশের কয়েকটি আক্রমণ হলেও ফল আসেনি।
আন্তর্জাতিক ফুটবলে এর আগে সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে জাপানের কাছে ৮-০ ও ভিয়েতনামের কাছে ৬-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ২৫ মাসে কোনো দল বাংলাদেশের জালে চারটির বেশি গোল দিতে পারেনি। এই পরাজয়ে থাইল্যান্ড সিরিজ জিতল ২-০ ব্যবধানে।
বাংলাদেশ নারী ফুটবলের সামনে এখন বড় প্রশ্ন—রক্ষণভাগের পুনর্গঠন ও আত্মবিশ্বাস ফিরে পাওয়া।
