চাকরি ছাড়লেন জাতীয় দলের ট্রেইনার নাথান কেলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৪৭, ২৭ অক্টোবর ২০২৫
চাকরি ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেইনার নাথান কেলি। আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছেন তার পদত্যাগের সিদ্ধান্তটি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার জামাল বাবু কেলির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “বাংলাদেশ দল যখন সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যায়, তখন নাথান কেলি আমাদের জানিয়েছিলেন যে তার স্ত্রী সন্তানসম্ভবা, তাই তিনি কিছুদিনের জন্য ছুটি চান। আমরা সেই আবেদন মঞ্জুর করি এবং তিনি এশিয়া কাপের মাঝপথেই দুবাই থেকে অস্ট্রেলিয়া ফিরে যান।”
জামাল বাবু আরও জানান, “এশিয়া কাপের পর আমিরাতে আফগানিস্তান এবং মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি দলের সঙ্গে ছিলেন না। যোগাযোগের পরে কেলি জানান যে, নবজাতক শিশু ও স্ত্রীর যত্ন নেওয়ার জন্য তার আরও সময় প্রয়োজন, তাই তিনি এখন আর দলের সঙ্গে কাজ করতে পারবেন না। আমরা এখন তার বিকল্প খুঁজছি। চেষ্টা চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কেলির জায়গায় ভালো কাউকে নিয়োগ দেওয়ার।”
কেলির অবর্তমানে বাংলাদেশ দলের ট্রেইনারের দায়িত্ব পালন করছেন ইফতেখার রহমান ইফতি। আগামী আয়ারল্যান্ড সিরিজে ইফতিই দলের সঙ্গে থাকবেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হয়তো নতুন কোনো ট্রেইনার নিয়োগ দেবে বিসিবি।
দুই বছরের চুক্তিতে ২০২৪ সালের ১৫ এপ্রিল বিসিবি কেলিকে জাতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই সম্পর্কের ইতি টানলেন তিনি।
জাতীয় দলের খেলোয়াড়দের ফিটনেস উন্নতিতে কেলি এনেছিলেন কিছু নতুনত্ব। প্রচলিত ‘বিপ টেস্ট’র বদলে দেড় হাজার মিটারের বেশি দূরত্বে টাইম ট্রায়াল দৌড়ের মাধ্যমে ফিটনেস মূল্যায়ন করতেন তিনি। মিরপুরে শর্ট রানিং (স্প্রিন্ট), ইন্টারভাল রানিং ও টেম্পো রানিংয়ের মতো আধুনিক পদ্ধতিতেও খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন।
