ট্রাম্প–শি বৈঠকে বাণিজ্যচুক্তির ইঙ্গিত
শিথিল হতে পারে বাণিজ্যযুদ্ধের উত্তাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৫৬, ২৭ অক্টোবর ২০২৫
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচনায় নতুন অগ্রগতি হয়েছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকে একটি বাণিজ্যচুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। খবর আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর।
রবিবার (২৬ অক্টোবর) আলোচনার পর উভয় পক্ষ জানায়, তারা একটি “সম্ভাব্য কাঠামোগত চুক্তি”–তে ঐকমত্যে পৌঁছেছে, যা বাণিজ্যযুদ্ধের চাপ কমাতে সহায়ক হতে পারে।
‘চীন বিরল ধাতু রপ্তানি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে’
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন,“আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা ট্রাম্প ও শি দক্ষিণ কোরিয়ায় বিস্তারিতভাবে চূড়ান্ত করবেন।”
তিনি আরও জানান, এই চুক্তির আওতায় চীন তার বিরল ধাতুর রপ্তানিতে আরোপিত নিয়ন্ত্রণ স্থগিত করতে পারে। এর ফলে ট্রাম্পের ঘোষিত ১০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা স্থগিত হতে পারে। একই সঙ্গে, চীন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য—বিশেষত সয়াবিন—বড় পরিসরে কেনার বিষয়ে সম্মতি জানিয়েছে।
চীনের প্রতিক্রিয়া: ‘মৌলিক ঐকমত্যে পৌঁছেছি’
চীনের উপ–প্রধানমন্ত্রী ও প্রধান বাণিজ্য আলোচক হে লিফেং বলেন,“উভয় পক্ষ মৌলিক ঐকমত্যে পৌঁছেছে এবং পরস্পরের উদ্বেগ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে একমত হয়েছে।”
তিনি জানান, এখন উভয় দেশ অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করে বিস্তারিত চূড়ান্ত করবে।
আসিয়ান সম্মেলন শেষে ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে টোকিওতে বৈঠক করবেন। এরপর তিনি ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে যোগ দেবেন। সেখানে তার সঙ্গে শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত আছে।
ট্রাম্প প্রশাসন বিশ্বের প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপরই উচ্চ শুল্ক আরোপ করেছে, তবে চীনের ক্ষেত্রে তার অবস্থান আরও কঠোর।
প্রতিক্রিয়াস্বরূপ চীন ঘোষণা করেছে, ডিসেম্বর থেকে বিরল ধাতু ও সেমিকন্ডাক্টর পণ্যের রপ্তানিতে বিশেষ লাইসেন্স প্রয়োজন হবে।
এই বিরল ধাতুসমূহ—যেমন হোলমিয়াম, সেরিয়াম, ডিসপ্রোসিয়াম—স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি ও যুদ্ধবিমান তৈরিতে অপরিহার্য উপাদান।
