রাশিয়ার ‘বুরভেস্টনিক’ পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১০, ২৭ অক্টোবর ২০২৫
রাশিয়া অত্যাধুনিক পরমাণু ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরভেস্টনিক’-এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম এবং দেশটি এখন এর মোতায়েন প্রক্রিয়ার দিকে এগোচ্ছে।
রয়টার্সের খবরে বলা হয়, গত ২১ অক্টোবর পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করে।
পুতিন বলেন, ‘এটি এমন এক অনন্য অস্ত্র, যার সমকক্ষ বিশ্বে আর নেই। রুশ বিশেষজ্ঞদের একসময় মনে হয়েছিল এই অস্ত্র বাস্তবে তৈরি করা সম্ভব নয়, কিন্তু এখন সেটার গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।'
রাশিয়া ২০১৮ সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে। পুতিন তখন একে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জবাব হিসেবে বর্ণনা করেছিলেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্র ১৯৭২ সালের ‘অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি’ থেকে একতরফাভাবে সরে যাওয়ার পর ওয়াশিংটন ও ন্যাটোর সামরিক সম্প্রসারণের বিরোধিতার প্রেক্ষাপটে মস্কো এই প্রকল্পে হাত দেয়।

পুতিন রবিবার ইউক্রেন যুদ্ধ পরিচালনাকারী জেনারেলদের সঙ্গে বৈঠকে সামরিক পোশাক পরে উপস্থিত ছিলেন। এই ঘটনাটি এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াচ্ছেন।
পুতিনের ভাষায় এই পরীক্ষার বার্তা স্পষ্ট, ‘রাশিয়া কখনো পশ্চিমা চাপের কাছে নত হবে না।’
