দক্ষিণ চীন সাগরে হঠাৎ মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত
প্রকাশ: ১২:৩৪, ২৭ অক্টোবর ২০২৫
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক বাহিনীর দুটি এয়ারক্রাফট দুর্ঘটনার কবলে পড়েছে। মাত্র আধঘণ্টার ব্যবধানে একটি যুদ্ধবিমান (এফ/এ-১৮এফ সুপার হর্নেট) এবং একটি হেলিকপ্টার (এমএইচ-৬০আরসি হক) বিধ্বস্ত হয়। উভয়ই মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিৎজ’-এর অংশ ছিল।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার বিকেলে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই দুটি দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, পাঁচজন ক্রু সদস্যই জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।
মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়েছে, এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। একইভাবে, সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলট ইজেক্ট করে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। পাঁচজনই বর্তমানে ‘সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায়’ রয়েছেন বলে জানানো হয়েছে।
দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়া-সংক্রান্ত সমস্যা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।
এদিকে, দক্ষিণ চীন সাগরে বারবার যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং চীনের নজরদারির মধ্যে এ ধরনের দুর্ঘটনা নিরাপত্তা মানদণ্ড ও কৌশলগত উত্তেজনা নিয়ে প্রশ্ন তুলেছে।
