ক্ষমতায় এলে নারীদের কর্মঘন্টা ৮ থেকে ৫ হবে: জামায়াত আমির
প্রকাশ: ১৪:৩৬, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৪৮, ২৭ অক্টোবর ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “একজন মা সন্তান জন্ম দিয়ে লালন-পালন করছেন; অনেক ক্ষেত্রে একই সময়ে তিনি পেশাজীবী হিসেবেও কাজ করছেন। একই ৮ ঘণ্টা কি উভয়ের জন্য সমপরিমাণ ন্যায়বিচার?” জামায়াত ক্ষমতায় এলে নারীদের কর্মঘন্টা ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টার কর্মঘণ্টা করার কথা উল্লেখ করেন এবং এটিকে “মায়েদের প্রতি ইনসাফ” হিসেবে বর্ণনা করেন জামায়াতের আমির।
স্থানীয় সময় রবিবার (২৬ অক্টোবর) রাতে নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনায় ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’ আয়োজিত গণসংবর্ধনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপরের প্রতিশ্রুতি দেন।
শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় এলে তার দল দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে। তিনি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন এবং ব্যাংকিং ও আর্থিক খাত পুনর্গঠনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তার ভাষায়, “চোরেরা বিদেশে অর্থ পাচার করেছে—এগুলো রুখে দেওয়া হবে।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য থাকবে মায়েদের বাড়তি সম্মান — সেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমরা যদি ৮ ঘণ্টার জায়গায় তাদের জন্য ৫ ঘণ্টা করি, তাহলে মায়েরা এতই কমিটেড হবে যে তারা ৫ ঘণ্টায় কাজ সম্পন্ন করবে।”
