জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:২৪, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৪১, ২৬ অক্টোবর ২০২৫
রাষ্ট্র সংস্কারের উদ্যোগ ও অঙ্গীকারনামা সম্বলিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সংক্রান্ত সুপারিশ সোমবার (২৭ অক্টোবর) সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন।
কমিশনের এক সদস্য বলেন, “সোমবার বিকেলে সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সুপারিশ হস্তান্তর করবেন।”
এ ব্যাপারে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ আমরা চূড়ান্ত করেছি। দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।”
দীর্ঘ এক বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়ে তৈরি হয় ‘জুলাই জাতীয় সনদ’। গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা ও রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে।
স্বাক্ষর অনুষ্ঠানের দুই দিন পর গণফোরাম এতে সই করে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বামধারার চার দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাসদ (মার্কসবাদী)—সংলাপে অংশ নিলেও সনদে স্বাক্ষর করেনি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতভিন্নতা থাকায় সরকারকে পরবর্তী পদক্ষেপে সহায়তা করতে ঐকমত্য কমিশনকেই দায়িত্ব দেওয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করে এনেছে কমিশন। আগামীকাল সোমবার সেটি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে।
