সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায় নন

কেরানীগঞ্জ কারাগারে আছেন: কারা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৫৯, ২৬ অক্টোবর ২০২৫

কেরানীগঞ্জ কারাগারে আছেন: কারা অধিদপ্তর

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে কানাডার টরন্টোতে দেখা গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর।

রবিবার (২৬ অক্টোবর) এক সরকারি বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, “রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন। তাঁর কানাডায় অবস্থানের খবরটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্টগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জনগণকে গুজব বা ভুয়া তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার রাতে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়—এক সামরিক কর্মকর্তা টরন্টোর স্কারবরো এলাকায় রিয়ার অ্যাডমিরাল সোহায়েলকে দেখেছেন।

তবে কারা অধিদপ্তরের ঘোষণার মাধ্যমে এ গুজবের সরকারিভাবে অবসান ঘটলো।

২০২৩ সালের ২০ আগস্ট বনানী এলাকা থেকে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ৭ আগস্ট তাঁকে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডার হিসেবে বদলি করা হয়।

২০২৩ সালের এপ্রিলের আগে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন এবং ২০১০–২০১২ সাল পর্যন্ত র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’