‘শাপলা’ প্রতীকের চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই: নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:০৯, ২৬ অক্টোবর ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহের মধ্যেই জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “ভোটকেন্দ্রের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল (সোমবার) সংবাদ সম্মেলন করে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একইসঙ্গে নতুন দল নিবন্ধন ও এনসিপির প্রতীক বিষয়েও কমিশন সিদ্ধান্ত নেবে।”
ইসির রোডম্যাপ অনুযায়ী, নতুন দলের নিবন্ধনের গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে। তবে মাঠপর্যায়ের যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় প্রক্রিয়াটি দীর্ঘ হয়েছে।
এ বিষয়ে ইসি সচিব জানান, মাঠপর্যায় থেকে পাওয়া বাড়তি তথ্যগুলো পর্যালোচনা চলছে। এ সপ্তাহের মধ্যেই সব কাজ শেষ করা হবে।
কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করে।
এই আলোচনার বিষয়ে আখতার আহমেদ বলেন, “প্রতিনিধিরা জানতে চেয়েছেন, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইসি কীভাবে কাজ করছে এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কী উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছি। সবকিছু শতভাগ করা সম্ভব নয়, তবে বেশিরভাগ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে।”
