সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

বাহিনীগুলোতে নিয়োগ-পদায়নে স্বচ্ছতা ছিল

পক্ষপাতিত্ব হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৯, ২৬ অক্টোবর ২০২৫

পক্ষপাতিত্ব হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সবকিছু স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

নিয়োগ-পদায়নে কোনো পক্ষপাত হয়নি- জানিয়ে এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীগুলোতে নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। সব কাজ স্বচ্ছতার সঙ্গে হয়েছে। নির্বাচনের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

আগামী নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে কিছু ঘটনা ঘটে, কিন্তু জনগণ সচেতন থাকলে নির্বাচন ভালোভাবে সম্পন্ন হবে।’
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলগুলো যেন সহিংসতা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখে।

নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ নিয়ে কোনো অভিযোগ আসেনি।’

সোশ্যাল মিডিয়া ও গুজব নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।’

এসময় উপদেষ্টা জানান, নির্বাচনের আগে একজনের সর্বোচ্চ সিম ব্যবহারের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৭ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তীতে তা ধীরে ধীরে পাঁচ থেকে দুইয়ে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ জ্যাকেট পরে দুই গ্রুপের সংঘর্ষ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘এসব প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সম্ভব নয়, সবাইকে সচেতন হতে হবে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’