কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন, জড়িত সন্দেহে আটক ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২১:৪০, ২৬ অক্টোবর ২০২৫
কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ব শত্রুতার জেরে মোস্তফা বাপ্পী (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে আকতার হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সেন্টার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোস্তফা বাপ্পী লেমশিখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মতি বাপের বাড়ির কায়মুল হুদার ছেলে। আটক আকতার হোসেন উত্তর কৈয়ারবিল এলাকার শফিকুর রহমানের ছেলে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে বাপ্পী কৈয়ারবিল সেন্টারের একটি দোকানে নাস্তা করছিলেন। এসময় আকতার হোসেন তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে ইজিবাইকে আসা আরেক ব্যক্তির সঙ্গে বাপ্পীর বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের এক পর্যায়ে বাপ্পী দৌঁড়ে পালানোর চেষ্টা করলে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে একজনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে কারা সরাসরি জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, নিহত বাপ্পী ও আসামির মধ্যে আগের কিছু বিরোধ ছিল, যা থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
