বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী সৌরভ দাস গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৮, ২৬ অক্টোবর ২০২৫
ফরিদপুরের মধুখালী উপজেলায় বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী সৌরভ দাসকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম দুপুরে ফরিদপুর র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ দাসের সঙ্গে মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলার ঝর্ণা ঋষির বিয়ে হয়। তাদের সিদ্ধার্থ নামে আড়াই বছরের এক ছেলে সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। প্রায় এক বছর আগে ঝর্ণা তার মায়ের বাড়িতে চলে যান। গত ২০ অক্টোবর সৌরভ সেখানে গিয়ে ঝর্ণার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাগের বশে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান তিনি।
ঘটনার পরদিন ঝর্ণার মা শেফালি ঋষি বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সৌরভকে ধরতে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
অবশেষে রোববার সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তীতে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা তারিকুল ইসলাম।
